দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বরূপনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শামীম ইসলাম (৫১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে পৌরসভার স্বরূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি পৌর এলাকার দ্বারিয়াপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ রাজু জানান, শামীম ইসলাম সকালে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলা পরিষদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে তার মৃত্যু হয়।

About The Author