স্বরূপনগরে আফতাব উদ্দিনের স্মরণ সভা

22

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরূপনগরে বীর বিক্রম শহীদ মোহর আলি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মরহুম কৃষিবিদ আফতাব উদ্দিনের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বিদ্যালয়টির হলরুমে এই সভার আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এসময় মরহুম আফতাব উদ্দিনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকা- তুলে ধরে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, তিনি অত্যন্ত বিনয়ী ও দায়িত্ববান মানুষ ছিলেন। প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে সবসময় সচেষ্ট থেকেছেন। এছাড়া এলাকার বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সবসময় পাশে থেকেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য ও উপর রাজারামপুর হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মরহুমের সন্তান কামরুল আহসানসহ বিদ্যালয়টির শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিবাবকরা।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. সাইফুল।
মরহুম আফতাব উদ্দিন ২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং ২০২২ সালের ১৮ ডিসেম্বর তিনি ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। উপর রাজারামপুর হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।