Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by
স্নাতক সমমানের দাবিতে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার বেলা ১১টায় জেলাশহরের বাতেন খাঁ মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন- সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মো. মাসিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রাহাত, সদস্য সচিব মো. শাওয়াল আলী, সদস্য সীমা খাতুন ও সুমাইয়া আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন- “আমরা ইন্টার মিডিয়েট পাস করার পর রীতিমত পরীক্ষায় পাস করে নার্সিংয়ে ৩ বছরের কোর্সে ভর্তি হই। আমরা ইংরেজিতে পড়াশোনা করে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করি। কিন্তু আমাদের এই ডিগ্রির কোনো মূল্য নেই। তাই আমাদের স্নাতক সমমানের (ডিগ্রি পাস কোর্স) মর্যাদা দিতে হবে।”
বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী দেন তারা।