Last Updated on এপ্রিল ১০, ২০২৫ by
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. জনি ইকবাল (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত জনি জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘনটোলা গ্রামের মোহা. এসাহাক মন্ডলের ছেলে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০১৭ সালের ২ মে কমলাকান্তপুর গড়েপাড়া গ্রামের এসরাইল হোসেনের মেয়ে রোকসানা বেগমের সাথে বিয়ে হয় জনি ইকবালের। এরপর থেকে জনি ইকবাল শ^শুরবাড়িতে ঘরজামাই থাকতেন। তিনি পেশায় একজন ট্রাকচালক। একই বছর ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারে রোকসানা বেগম মৃত অবস্থায় তাদের শয়নঘরে পড়ে আছেন। অন্যদিকে জনি ইকবাল পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে জনি ইকবালকে আসামি করে রোকসানার পিতা মো. এসরাইল হোসেন শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আব্দুল ওদুদ আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার এই দণ্ড প্রদান করেন।