বুধবার, ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on নভেম্বর ১১, ২০২৪ by

স্টাবস-কোয়েটজের জুটিতে জয় পেলো প্রোটিয়ারা

প্রথম ম্যাচে বড় জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই সমতায় ফিরলো প্রোটিয়ারা। ত্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজের ব্যাটে চড়ে ৩ উইকেটের জয় পেল দক্ষিণ আফ্রিকা। বিফলে গেল ভারুণ চক্রবর্তীর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। গত রোববার ডারবানে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে স্টাবসের চল্লিশোর্ধ্ব ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেন প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি ভেজা উইকেটের সর্বোচ্চ সুবিধা তুলে নেন পেসাররা। প্রথম চার ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এই ম্যাচে কোনো রান না করেই ফেরেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা ও সূর্যকুমার দুজনই বিদায় নেন ৪ রান করে। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল। দুজন মিলে ৩০ রানের জুটি গড়ে প্রাথনিক ধাক্কাটা সামাল দেন। ২০ বলে ২০ রান করে তিলক আউট হলে ভাঙে জুটি। এরপর অক্ষরও কাটা পড়েন রান আউটে। তার আগে করেন ২১ বলে ২৭ রান। রিঙ্কু সিং টিকতে পারেননি। বাকিপথে দলকে এগিয়ে নেন হার্দিক পান্ডিয়া। সপ্তম উইকেটে আর্শদিপের সঙ্গে ২৮ বলে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন পান্ডিয়া। তার ৩৯ রানের ইনিংস গড়া ৪টি চার ও একটি ছক্কায়। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে রায়ান রিকেলটন ও রিজা হেনড্রিকস যোগ করেন ২২ রান। রিকেলটনকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন আর্শদিপ। নেমেই ফিরে যান এইডেন মার্করাম। তাকে ফিরিয়ে উইকেটের শুরু ভারুনের। এরপর ফেরান ২৪ বলে ২১ রান করা হেনড্রিকসকেও। এরপর তার শিকার মার্কো জানসেন। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনকেও বিদায় করে দেন ভারুন। তাতেই পূর্ণ হয় পাঁচ উইকেট। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফাইফার নিতে তার খরচ ১৭ রান। হাইনরিখ ক্লসেন ক্যাচ দেন বাউন্ডারিতে। গুগলিতে বোল্ড হয়ে শূন্য রানে বিদায় নেন ডেভিড মিলার। দলের বিপদে এসে হাল ধরেন স্টাবস ও কোয়েটজে। মাত্র ২০ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। ৭ চারে ৪১ বলে ৪৭ রান করেন স্টাবস। ম্যাচের সেরাও তিনি। কোয়েটজে ৯ বলে ২ চার ও এক ছক্কায় খেলেন ১৯ রানের মূল্যবান ইনিংস। আগামীকাল বুধবার তৃতীয় ম্যাচ হবে সেঞ্চুরিয়নে।

About The Author

শেয়ার করুন