মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষে স্কুল মাদ্রাসার উন্নয়ন কাজ শুরু হয়েছে। শিক্ষার উন্নয়নের জন্য যা যা করা দরকার সরকার তাই করবে।
সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের চা-বাগান এলাকায় মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলকল্পে বোয়ালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় সকলকে মহানমুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার আহবান জানান তিনি।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী ছাইয়েদুল আলম উচ্চবিদ্যালয়ের যৌথ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন রুমেল।