সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১০, ২০২৫ by

স্কাউট সদস্যদের দুদিনের অ্যাডভেঞ্চার গ্রুপ ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের আয়োজনে শুরু হয়েছে দুদিনের অ্যাভভেঞ্চার গ্রুপ ক্যাম্প। পদ্মানদীর তীরবর্তী নায়ায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এ ক্যাম্প। শুক্রবার সকালে জেলা স্কাউট ভবন থেকে ৬০ জনের দলটি যাত্রা শুরু করে।
মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যদের সঙ্গে ছিলেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কোষাধক্ষ্য মো. আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটেরে সহকারী কমিশনার রফিকুল ইসলাম, স্কাউটার গোলাম সারোয়ার, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, কে এ এম মাহফুজুর রহমান, গার্ল ইন স্কাউট লিডার রিনা আক্তার জাহান, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনসহ অন্যরা।
দুদিনের এ ক্যাম্পে স্কাউট সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি, বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করছেন।
চাঁপাইনবাববগঞ্জ জেলা স্কাউট সম্পাদক ও মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক গোলাম রশিদ জানান, স্কাউট সদস্যরা যেন অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে সময় কাটাতে পারে সেই চিন্তা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে দূরে পদ্মাতীরবর্তী নারায়নপুর ইউনিয়নকে বেছে নেয়া হয়েছে। গন্তব্যস্থলে পৌঁছাতে নৌকা ভ্রমণের পাশাপাশি অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে।
এছাড়াও ওই এলাকাটি স্কাউট সদস্যরা ঘুরে দেখবে, এতে গ্রামের মানুষের জীবনযাবন, মাঠের চাষাবাদসহ নানা বিষয়ে জানতে পারবে। আমরা তাবুতে রাত্রিযাপন করব, সেই সাথে ক্যাম্প ফায়ারসহ নানা আয়োজন থাকবে, যা স্কাউট সদস্যরা নিজেরা করছেন। যা পরবর্তীতে তাদের দ্বায়িত্ববান ও কর্তব্যপরায়ন হয়ে গড়ে উঠতে সহায়তা করবে।

About The Author

শেয়ার করুন