বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩, ২০২৪ by

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ভূমিকায় তৃপ্তি

বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগতজীবন কবে পর্দায় আসছে, এমন কৌতূহল আর উৎকণ্ঠা গেল দুই তিন বছর ধরেই। আগেই জানা গিয়েছিল বায়োপিকে সৌরভের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এর জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? কৌতূহল দীর্ঘদিনের। এবার সৌরভকন্যা সানা গাঙ্গুলি নিজেই বেছে নিলেন পর্দার মাকে। ভারতীয় গণমাধ্যমে মেয়ের ইচ্ছের কথা ফাঁস করলেন সৌরভ নিজেই। সানা নাকি আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে চাইছেন। এবার প্রশ্ন, সৌরভকন্যার এই ইচ্ছে কি বাস্তবায়িত করবেন নির্মাতারা? সেই উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকলেও ‘প্রিন্স অব কলকাতা’ কিন্তু মেয়ের পছন্দতেই সিলমোহর বসিয়েছেন। সৌরভ বলছেন, ‘আয়ুষ্মানের বিপরীতে ডোনার ভূমিকায় অভিনয় করার জন্য সানা পরামর্শ দিয়েছে তৃপ্তি দিমরিকে নিতে। ডোনা তৃপ্তিকে দেখে বলেছে, আমার থেকেও সুন্দরী।’ সূত্রের খবর, সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। গতবছর ‘জুবিলি’ ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন। অন্যদিকে, ‘অ্যানিমেল’ ছবির ‘ভাবি ২’ যে বর্তমানে বেশ জনপ্রিয় নবীন প্রজন্মের মধ্যে, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না! রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলার পর আচমকাই নায়িকা রাশমিকা মান্দানাকে বাইপাস করে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন তৃপ্তি। তার ঝুলিতেও বর্তমানে একাধিক বড় কাজের সংখ্যা। করণ জোহরের ধড়ক ২, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর হাতে।

About The Author

শেয়ার করুন