সৌম্য-মিরাজ বাংলাদেশের একাদশে

35

ইস্ট লন্ডনে শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে খেলা তামিম ইকবাল ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। আর একাদশে রাখা হয়নি নাসির হোসেনকে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় দুপুর ২টায় ইস্ট লন্ডনে শুরু হয়েছে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। আজকের ম্যাচে হারলে টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে মাশরাফি বাহিনীকে।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।