শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১১, ২০২৪ by

সৌদি আরব সফরে চীনের প্রধানমন্ত্রী

উচ্চপর্যায়ের চীনা-সৌদি যৌথ কমিটির চতুর্থ বৈঠকের সভাপতিত্ব করতে গত মঙ্গলবার রিয়াদে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। লি বলেন, তিনি আশা করেন, চীন ও সৌদি আরব তাদের উন্নয়ন কৌশলের ভারসাম্য আরো জোরদার করবে এবং তার এ সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে যাবে। মধ্যপ্রাচ্যে লি ছিয়াংয়ের চার দিনের সফরের প্রথম ধাপ হলো সৌদি আরব। পরে সংযুক্ত আরব আমিরাতে যাবেন চীনা প্রধানমন্ত্রী। চীন ও সৌদি আরবের মধ্যে গভীর-মূল ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা উল্লেখ করে লি বলেন, ৩৪ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার মাধ্যমে চীন-সৌদি আরব সম্পর্কের অগ্রগতি হয়েছে, বাস্তব সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল এসেছে। ২০২২ সালের ডিসেম্বরে, চীনা প্রেসিডেন্ট শি চিনপিং প্রথম চীন-আরব রাজ্য শীর্ষ সম্মেলন এবং প্রথম চীন-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সৌদি আরবে রাষ্ট্রীয় সফর করেছিলেন। লি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে, উভয়পক্ষ সক্রিয়ভাবে শীর্ষ সম্মেলনের মূল ফলাফলগুলো বাস্তবায়ন করছে, ক্রমাগত রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস, বিনিময় ও সহযোগিতাকে শক্তিশালী করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। লি বলেন, এই সফরে তিনি সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্ব জোরদারে অভিন্ন উদ্বেগের অন্যান্য বিষয়ে গভীর আলোচনা করবেন। তিনি আশা প্রকাশ করেন, তার সফরটি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও প্রসারিত করবে, দুই জনগণের মধ্যে বন্ধুত্বকে আরও গভীর করবে এবং চীন-জিসিসি এবং চীন-আরব সম্পর্কে বৃহত্তর অগ্রগতি ঘটাবে। সূত্র: সিজিটিএন

About The Author

শেয়ার করুন