Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by
সৌদি আরবে নিষিদ্ধ বলিউডের দুই সিনেমা
শুক্রবার ভারত ছাড়াও, বিশ্বের বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। ইতোমধ্যে ভারতে দুই সিনেমা নিয়ে বক্স অফিসে তুমুল লড়াই। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। এরমধ্যেই এই দুই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব। ছবি রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’! তা হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, এই দুই ছবিই দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সেই কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, অগ্রিম বুকিংয়েই বাজিমাত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি রুপির ব্যবসা করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড যা বলছে, দিওয়ালির সপ্তাহেই বাজিমাত করবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ রুপির উপর। তবে বিশেষজ্ঞরা বলছে, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহাম এগেইন’ ছবির ব্যবসা।