সোমালিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৩০

112

3.solaliya killesসোমালিয়ার বাইদাও শহরের একটি ব্যস্ত জংশন ও রেস্টুরেন্টের কাছে আল শাবাবের বোমা হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ ও জঙ্গিগোষ্ঠীটির বরাত দিয়ে রবিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা আত্মঘাতী হামলা হতে পারে।
রাজধানী মোগাদিসু থেকে ১৫২ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাইদাও শহর থেকে পুলিশের মেজর বাইলো নূর বলেন, হামলা চালানোর সময় রেস্টুরেন্ট ও জংশনটি তখন খুবই ব্যস্ত ছিল।
পুলিশ কর্নেল আবদি ওসমান বলেন, নিহতের সংখ্যা ৩০। এছাড়া ৪০ জন আহত হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, অনেকের দেহ পাওয়া গেছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অপারেশন মুখপাত্র মেখ আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, আমার সরকারি কর্মকর্তা ও বাহিনী আমাদের হামলার লক্ষ্য।