চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ সোমবার ব্যস্ত দিন পার করেছেন। উপবৃত্তি সংক্রান্ত ওরিয়েন্টশন, বীজ ও সার বিতরণ, জেলা পরিষদের মাসিক সভা ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কমিটির সভায় উপদেষ্টা হিসেবে যোগদান করেন।
উপবৃত্তি সংক্রান্ত ওরিয়েন্টেশন : সকালে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গৃহীত কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে পাশে থাকার আহ্বান জানান সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী।
ওরিয়েন্টেশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান এবং আইসিটি শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এই ওরিয়েন্টশন আয়োজন করে।
বীজ ও সার বিতরণ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৯০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে এইসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভাসহ অন্যরা।
এসময় জানানো হয়, খরিপ-২ ২০২৩-২৪ মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ৫০ জনকে বীজ ও সার প্রদান করা হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা : এছাড়াও তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।