সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন

10

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মঙ্গলবার থেকে আগামী ২ জুলাই রবিবার পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ৩ জুলাই থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের মহদীপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।