শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৫, ২০২৪ by

সোনামসজিদ স্থলবন্দর
প্রচণ্ড গরমে হার্ট অ্যাটাকে এক কর্মকর্তার মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন ট্রাফিক ইন্সপেক্টর প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তার অফিসকক্ষে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলার মো. কোরবান আলীর ছেলে মো. রুহুল আমিন (৪৭)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরে পানামা-সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন কর্মরত অবস্থায় তার নিজ অফিসকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে অফিস স্টাফরা অফিসিয়াল গাড়িতে করে নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেনÑ ওই ব্যক্তি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন। ফলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, ঠিক কি কারণে তিনি মারা গেছেন। তবে প্রচণ্ড গরমের কারণে হয়তো হার্ট অ্যাটাক হতে পারে।

About The Author

শেয়ার করুন