সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল

924

ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সের ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে দলটি পরিদর্শনে আসে।
রাজশাহী বিভাগ ভ্রমণের অংশ হিসেবে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে সোনামসজিদ স্থল কাস্টমস স্টেশন ও স্থলবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করে।
এ সময় ভারতীয় বিএসএফের একটি প্রতিনিধি দল এখানে সাক্ষাত করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র স্টাফ এভিএম মো. কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, ৫৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।