দুর্গাপূজার ছুটি শেষে গত শনিবার থেকে আবারো সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ৩ দিনে সোনামসজিদ স্থলবন্দরে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে ৮৩টি পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করেছে। পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) ও সোনামসজিদ কাস্টমসের উপ-রাজস্ব কর্মকর্তা বুলবুল এ তথ্য জানিয়েছেন।
এদিকে গত ৩ দিনে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে সোনামসজিদে প্রবেশ করেছে বলে সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ জানিয়েছেন।
এক পেঁয়াজ আমদানিকারক জানান, গত ২৮ সেপ্টেম্বরের পূর্বে এলসি করা পেঁয়াজ ভারত থেকে আগামী ২৮ তারিখের মধ্যে সোনাসমজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পেঁয়াজের আড়তে যোগাযোগ করা হলে তারা জানায়, দেশী পেঁয়াজ প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৮০/৮২ টাকা ও খুচরা বিক্রি হচ্ছে ৯০/৯৫ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা ও খুচরা বিক্রি হচ্ছে ৬৫/৭০ টাকায়।