সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যকরী পরিষদের নেতাদের শপথগ্রহণ

35

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলাশহরের আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে শপথবাক্য পাঠ করান নির্বাচন আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন কাজল।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচত হয়েছেন মেসার্স লিজা এন্টারপ্রাইজের কাজী মো. সাহাবুদ্দিন, সিনিয়র সহসভাপতি মেসার্স আল মদিনা ট্রেডার্সের মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মেসার্স প্রিয় এন্টারপ্রাইজের মো. সাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মেসার্স হায়দার এন্টারপ্রাইজের আলহাজ মাওলানা মো. মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মো. জাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেসার্স সুবাহ ট্রেড ইন্টারন্যাশনালের মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মেসার্স এন এম এন্টারপ্রাইজের মো. আসাদুল হক বিএল, সাংগঠনিক সম্পাদক মেসার্স আবির এন্টারপ্রাইজের মো. আরিফ হোসেন, দপ্তর সম্পদক মেসার্স ঢাকা ইন্টারন্যাশনালের মো. মাসুদ রানা। এছাড়া সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ মেসার্স জুয়েল এন্টারপ্রাইজের মো. শরিফুল ইসলাম তাজেল, মেসার্স জোহা ইন্টারন্যাশনালের কামাল আহমেদুজ্জোহা, মেসার্স আরিশা ট্রেডার্সের মো. আলমগীর জুয়েল, মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজের মো. আকতার, মেসার্স জে এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মো. সাঈদী হাসান, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনালের মো. মিজান সাহেব, মেসার্স জোহরা এন্টারপ্রাইজের মো. নূর আমিন ও মেসার্স মানিক ইন্টারন্যাশনালের মো. যুবরাজ আলম মানিক।
এই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা-১ শপথ অনুষ্ঠানে বলেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ২০২৩-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সকল বিধিবিধান মেনে সম্পন্ন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেনÑ নির্বাচন আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন কাজল, আমদানি ও রপ্তানিকারক এএইচএম রেজাউল করিম বুলবুল, বাবুল হাসনাত দুরুল ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. মামুনুর রশীদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। এসময় আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক উপস্থিত ছিলেন।