সোনামসজিদ সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ আটক ১

20

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন এবং ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং মাদকসহ ১ ব্যক্তি মোটরসাইকেল যোগে সোনামসজিদ হতে নঁওগা মহাদেবপুর গমনের সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১ এস হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গণহাজীর আমবাগানে ওঁৎ পেতে থাকে। এসময় মোটরসাইকেল যোগে এক ব্যক্তি সোনাপুর গ্রামের রাস্তা দিয়ে নঁওগা মহাদেবপুর যাওয়ার সময় বিজিবি টহল দল মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশী করে। তল্লাশী শেষে মোটরসাইকেল আরোহী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. কামরুজ্জামান (৪৩)কে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন এবং ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।