চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় হেরোইন উদ্ধার করেছে বজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত রবিবার দিবাগত মধ্যরাতে সোনামসজিদ বিওপির সুবেদার মো. কেরামত আলীর নেতৃত্বে টহল দল পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।