সোনামসজিদ সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার একজন আটক

24

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক অভিযানে মোটরসাইকেলসহ ফেনসিডিল, হেরোইন ও বিদেশী মদ জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে একজনকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, বুধবার ভোর পৌনে ৫টায় নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েক এস এম মনোয়ার হোসাইনের নেতৃত্বে টহল দল বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৫০ গ্রাম হেরোইন ও ৪০ বোতল বিদেশী মদ জব্দ।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সোয়া ৫টার দিকে হাবিলদার শ্রী মন্টু কুমার শর্মার নেতৃত্বে টহল দল জামতলাবাজার নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে দেলকুপি গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. ওয়াসিম আকরাম (৩০)কে ১২২ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় আরো দুজন পালিয়ে যায় বলে তিনি জানান।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. লাভলু খানের নেতৃত্বে বিশেষ টহল দল পিরোজপুর নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।