চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের যৌথ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় দুই দেশের ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।
সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতারা মহদীপুর ও সোনামসজিদ স্থলবন্দরকেন্দ্রিক সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। তার মধ্যে মহদীপুরে ইমিগ্রেশন ব্যবস্থার উন্নয়ন, পণ্য রাখার জন্য ওয়ারহাউজ নির্মাণ, রাস্তা নির্মাণ এবং সোনামসজিদে ভারতীয় পণ্য নিয়ে আসা ট্রাক দ্রুত খালাস করে ফেরত পাঠানো, ভারতীয় ট্রাক শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থাসহ অন্য সমস্যাগুলোর নিরসন করা গেলে সোনামসজিদ-মহদীপুর বন্দরকেন্দ্রিক দুই দেশের ব্যবসা-বাণিজ্যে আরো গতি বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন। উভয় দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিসার মেয়াদ অন্তত দুই বছর করার দাবিও জানানো হয়।
চাঁপাইনাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। তিনি বলেনÑ বাংলা ভাষা ও সংস্কৃতি ও স্বাধিকারের জন্য মহান মুকিযুদ্ধ সংঘটিত হয়েছিল। ভারত বাংলাদেশের মধ্যে রাখিবন্ধন তৈরি হয়েছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক দীর্ঘদিনের। কাজেই দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে দুই পক্ষই খুবই আন্তরিক। এসময় তিনি সহজেই ভিসা প্রাপ্তির কথা বলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনাজপুরের পার্বতীপুরে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’র উদ্বোধনের কথা উল্লেখ করেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেনÑ রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদ, ৫৯ বিজিবির রহনপুর ব্যটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি শ্রী জয়ন্ত কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম বসাক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু।
সভায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদীপুর স্থলবন্দরের মধ্য বিদ্যমান অবকাঠানোগত নানা সমস্যার কথা উঠে আসে। বিশেষ করে ভারতের অংশে মালামাল রাখার কোনো শেড না থাকা, বাইপাস সড়ক না থাকাসহ নানা বিষয়ে উভয় দেশের ব্যবসায়ীরা কথা বলেন। উভয় দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিসার মেয়াদ অন্তত দুই বছর করার দাবিও জানানো হয়।
পরে উভয় দেশের ব্যবসায়ীরা বৈঠক করেন।
এর আগে গত বুধবার বিকেলে ৩৭ সদস্যের ভারতীয় একটি প্রতিনিধি দল সোনামসজিদ হয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন।