Last Updated on জুন ২২, ২০২৪ by
সোনামসজিদ এলাকায় ৭টি স্বর্ণের বারসহ ভারতগামী যাত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে ৭টি স্বর্ণের বারসহ মোহা. হামিদুল হক (৬১) নামের পাসপোর্টধারী এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার রানীনগর মহল্লার মৃত বেলাল উদ্দীন আহমেদের ছেলে।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সূত্রে বিজিবি জানতে পারে শুক্রবার সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে তল্লাশি করে হামিদুল হকের কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভেতরে অভিনব কায়দায় বহন করা অবস্থায় ৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। যার ওজন ৭১০.৬৭ গ্রাম, মূল্য ৭৪ লাখ ১০ হাজার ১৫৬ টাকা। এছাড়াও তার কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৮০০ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়।
স্বর্ণের বারগুলো চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি থেকে পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজন নিশ্চিত করা হয়েছে।