চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বন্দরে সংগঠনটির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি কবিরুর রহমান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশনের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন, ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, অ্যাডভোকেট ইসাহাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুুল হক রানা ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সভা পরিচালনা করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।
সভায় আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা।