সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ৫, ২০২৫ by

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সীমান্ত বাণিজ্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় ভ্যাট, এক্সাসাইজ, কমিশনারেট কাস্টমস কমিশনার ও এই কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম; চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও পরিচালক আলহাজ মো. একরামুল হক; অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ৫৯ বিজিবির কোম্পানি কমান্ডার মো. শাহাজাহান, উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদসহ আরো অনেকে।
সভায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা আনয়ন, সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির প্রতি তিন মাস অন্তর সভা আয়োজন এবং উপস্থিত প্রতিনিধিদের মতামতের আলোকে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন