মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by

সোনামসজিদে বাংলাদেশ ভারতের ব্যবসায়ীদের যৌথ সভা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দরে বাণিজ্য বৃদ্ধির লক্ষে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ী নেতাদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
মতবিনিময় সভায় বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান পানামা পোর্ট লিংক লিমিটেডের চিফ অ্যাডভাইজার তপন কুমার, কাস্টমসের সুপারিনটেনডেন্ট তপন চক্রবর্তী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক ও সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা কবিরুল ইসলাম খান, মহদীপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগন্নাথ ঘোষ, মহদীপুর রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষসহ দুই দেশের ব্যবসায়ীরা।
সোনামসজিদ ও মহদীপুর স্থলবন্দরের যেসব সমস্যা রয়েছে তা নিরসন করে এই বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমদানি-রপ্তানি কার্যক্রম আরো সহজ করার বিষয়েও আলোচনা করা হয়।
ভারতের দিকটি দেখার আশ^াস দেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

About The Author

শেয়ার করুন