রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুলাই ৬, ২০২৪ by

সেমিফাইনালে স্পেন দলে নেই ৩ তারকা

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে স্প্যানিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। এমন জয়ের পরও স্বস্তিতে নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কার্ড ও ইনজুরিজনিত কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে কমপক্ষে তিন তারকাকে পাচ্ছে না স্পেন। শুক্রবার স্পেন-জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল শারীরিক লড়াই। ১২০ মিনিটের খেলায় দুই দল মিলিয়ে ফাউল হয়েছে ৩৯টি। ১৬টি হলুদ কার্ডের সঙ্গে একটি লাল কার্ড দেখান রেফারি। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ইউরোর সেমিফাইনালের আগে কেউ দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে, সেমিফাইনাল খেলায় নিষেধাজ্ঞা পাবেন তিনি। আর এতেই কপাল পুড়েছে স্পেনের। জার্মানির বিপক্ষে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। যার কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না এই তারকা ডিফেন্ডার। এ ছাড়া কার্ড সমস্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে রবিন লা নরম্যান্ডকে পাচ্ছে স্পেন। আর ম্যাচের অষ্টম মিনিটেই অনাকাক্সিক্ষত এক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন পেদ্রি। বাম পায়ের চোট থেকে সেরে উঠতেও সময় লাগতে পারে এই বার্সেলোনা মিডফিল্ডারের। সবমিলিয়ে সেমিফাইনালে কমপক্ষে তিন তারকাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে স্পেন।

About The Author

শেয়ার করুন