সেবার মানোন্নয়নে ৬টি পরিকল্পনা গ্রহণ স্বাস্থ্য অধিকার ফোরামের

38

চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিকল্পনা গ্রহণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। কর্মশালায় মতামতের ভিত্তিতে এক বছরে বাস্তবায়নের জন্য ৬টি পরিকল্পনা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে স্বাস্থ্য অধিকার ফোরাম। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
দিনব্যাপী কর্মশালায় সিভিল সার্জনের প্রতিনিধিসহ চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এছাড়া জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ এবং জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
স্বাস্থ্য অধিকার ফেরামের কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী ও মোরশেদ আলম। সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ১৮টি পরিকল্পনা উঠে আসে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৬টি পরিকল্পনা গ্রহণ এবং সেগুলো এক বছরের বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
কর্মশালায় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, চিকিৎসক প্রতিনিধি হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডা. দেলোয়ার হোসাইন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল বারিক ও ডা. নূরে আলম সিদ্দীকি।
কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি হিসেবে কর্মশালায় যোগ দেন নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি আবদুল জাব্বার ও সিএইচসিপি বিষ্ণু বর্মণ এবং লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি আবু তাহের ও সিএইচসিপি মাসুমা খাতুন।
এছাড়া নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সহসভাপতি তানজিলা খাতুন, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুর রহমান মানিক ও সদস্য জয়শ্রী প্রামাণিক এবং নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল কুমার বাঁধন, যুগ্ম সমন্বয়কারী ফারিয়া ইসলাম দৃষ্টি কর্মশালায় অংশ নেন।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের অন্যান্যের মধ্যে সহসভাপতি বাবর আলী, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন মুক্তা, সদস্য মাহবুবুল আলম, বিলকিস আরা মহুয়া ও আবদুর রহিম এবং জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী মাসুমা খাতুন, পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিনা আক্তার হ্যাপি, গণমাধ্যম সম্পাদক ফাতিমা তুজ জোহরা, প্রচারাভিযান সম্পাদক জুবায়ের আহমেদ অংশ নেন।