Last Updated on এপ্রিল ৩, ২০২৪ by
সেনা নিয়োগের বয়স কমালো ইউক্রেন
যুদ্ধে সেনা সংখ্যা বাড়াতে সামরিক অভিযানে যোগদানের বয়স কমিয়েছে ইউক্রেন। এ সংক্রান্ত একটি বিলে গত মঙ্গলবার স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে করে দেশটিতে সেনা নিয়োগের বয়স দুই বছর কমিয়ে ২৭ থেকে ২৫ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন।যুদ্ধে স্বেচ্ছাসেবী সেনার সংখ্যা কমে যাওয়ার পর দেশটির নেওয়া এই পদক্ষেপ ইউক্রেনের রিজার্ভ সেনার সংখ্যার ঘাটতি পূরণ করতে আরও বেশি মানুষকে নিয়োগ দেওয়ার সুযোগ দেবে।ডিসেম্বরে আরও ৫ লাখ সেনা প্রয়োজন বলে জানিয়েছিলেন জেলেনস্কি।২০২৩ সালের মে মাসে বিলটিতে সংসদে ভোট হয়েছিল। তবে জেলেনস্কি এতে স্বাক্ষর না করায় এটি কার্যকর হয়নি। গত মঙ্গলবার কী কারণে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করেছেন তা অবিলম্বে স্পষ্ট নয়। তবে এর আগে, চলতি বছরে রাশিয়া বসন্ত বা গ্রীষ্মকালীন আক্রমণ শুরু করতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি।বিলটিতে জেলেনস্কির স্বাক্ষর রাশিয়ার আক্রমণ মোকাবিলার জন্য ইউক্রেনের প্রস্তুতি প্রচেষ্টাকে ইঙ্গিত করছে।রাশিয়ার দখল করা ভূখ-ের কিছু অংশ পুনর্দখলের পাশাপাশি ক্রিমিয়ায় রুশ সরবরাহ লাইন বন্ধ করে দেওয়ার আশা করেছিল ইউক্রেনীয় বাহিনী। তবে প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে সেই আশার গুড়ে বালি পড়েছে।
গত বছর ইউক্রেনীয় জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি সতর্ক করে বলেছিলেন, বিদেশি সহায়তা স্থগিত হওয়ায় ইতোমধ্যেই সেনারা কিছু সামরিক অভিযানের পরিসর কমাতে বাধ্য হয়েছেন।ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো পশ্চিমা সরবরাহের ওপর নির্ভরশীল। তবে মার্কিন এবং ইইউ-এর কোটি পাউন্ড মূল্যের সহায়তা রাজনৈতিক কোন্দলের মধ্যে আটকে রাখা হয়েছে।ফেব্রুয়ারিতে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধে নিহত হওয়া ইউক্রেনীয় সেনার সংখ্যা কমপক্ষে ৭০ হাজার এবং আহত সেনা রয়েছেন আরও এক লাখ ২০ হাজার।