সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা সভাপতি সামাদ সম্পাদক তসিকুল

16

চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদকে সভাপতি এবং অ্যাডভোকেট ড. তসিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।
গত ২৪ এপ্রিল সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুণ হাবীবসহ অন্য নেতৃবৃন্দের স্বাক্ষরে তিন বছর মেয়াদের এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত শিক্ষক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।