সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- আমাদের যুব সমাজকে গুড প্র্যাকটিসগুলোর মধ্যে রাখতে হবে, মাদক থেকে তাদেরকে দূরে রাখতে হবে, কেনা না, মাদক আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছেন, যুব সমাজকে বিপথগামী করছে। শিশুদের খেলাধুলার মধ্যে রাখতে হবে, তারা যেন মোবাইল ফোনে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন অ্যান্টিবায়োটিক সেবন না করে, সেজন্য স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ একমাত্র সচেতনতায় পারে সুস্বাস্থ্য নিশ্চিত করতে। আমি আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানির কথাও আলোচনা করেন।
সিভিল সার্জন তার মূল প্রবন্ধে উল্লেখ করেন, স্বাস্থ্য বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, এক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার ও নার্স পাওয়া যেতনা, এখন ডাক্তার নার্সরা এক সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছেন। সারাদেশের মতো স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জেও কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, স্যানিটেশনে সফল হলেও বিশুদ্ধ পানির সমস্যা এই জেলায় রয়ে গেছে। কোনো কোনো এলাকায় আর্সেনিকের কারণে বেশ কিছু মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তবে আশার কথা, এবারে অদূর ভবিষ্যতে এ সমস্যা আর থাকবে না।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. লতিফ জেসমিন লুনা, বাংলাদেশ হেলথ ওয়ার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক। এসময় সিভিল সার্জন অফিসের জুনিয়র হেলথ এডুকেশন অফিসার শামশুননাহার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও বাংলাদেশ হেলথ ওয়াচ চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, নার্স, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।