সুস্থ হয়ে অনুশীলনে উইলিয়ামসন

9

ডান-হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন নিউজিল্যান্ড সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক কেন উইলিয়ামসন। নেটে কিছুক্ষণ ব্যাটিং অনুুশীলন করেন উইলিয়ামসন। তবে সেটি বোলারদের বিপক্ষে নয়, থ্রোয়ারের ছুঁড়ে দেওয়া বলে ব্যাটিং অনুশীলন করেন তিনি। চার মাস পর ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টও করেন উইলিয়ামসন। ভিডির ক্যাপশনে তিনি লিখেন, ‘কয়েকটি থ্রো মোকাবেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরাটা দারুণ অনুভূতি।’ গত ৩১ মার্চ আইপিএলের সর্বশেষ আসরের উদ্বোধনী ম্যাচেই গুজরাট টাইটান্সের হয়ে ফিল্ডিং করার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। পরে চিকিৎসকরা জানান, তার হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। এতে ভারতের মাটিতে আগামী অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিয়তার মুখে পড়ে। গত এপ্রিলে হাঁটুর অস্ত্রোপচার করানো হয় উইলিয়ামসনের। বিশ্বকাপের দুই মাস আগে সুস্থ হয়ে উইলিয়ামসনের অনুশীলনে ফেরাটা নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে উইলিয়ামসনের নেতৃত্বে রানার্স-আপ হয়েছিলো নিউজিল্যান্ড।