সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে কর ব্যবস্থা, সুশাসন, জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন এবং বিকেন্দ্রিকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের স্বরূপনগরে সচেতন-শরিক’র কার্যালয়ে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এ সভার আয়োজন করে। এ কমিটির জেলা আহবায়ক ইসরাইল সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরিক’র কোঅডিনেটর আশিক হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নামোশংকরবাটী ডিগ্রী কলেজের প্রভাষক ফিরোজ কবির। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, নালী নেত্রী নাসরিন আকতারসহ অন্যরা। সভায় শিক্ষক-শিক্ষর্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদকরা অংশগ্রহণ করেন।