মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৩০, ২০২৪ by

সুগন্ধি মোমবাতি ব্যবহারে সতর্ক থাকুন

আবছায়া ঘরে মোমের আলো, সাথে সুগন্ধির সুবাস- এমন রোমান্টিক পরিবেশে কেউ যদি বলে- সুগন্ধি মোমবাতি শরীরের জন্য খারাপ! তখন হয়ত মেজাজটাই নষ্ট হয়ে যাবে। তবে আসল বিষয় হল, সুগন্ধিযুক্ত বা ছাড়া যে কোনো মোমবাতি বেশিক্ষণ জ্বললে শরীরে বাজে প্রভাব পড়তে পারে। তা সেটা যতই প্রাকৃতিক ও স্বাস্থ্যকর লেখা থাকুক না কেনো! সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মোমবাতি জ্বালানোর পর রাসায়নিক বিক্রিয়ার বিষয়ে সচেতন হওয়া জরুরি। সাধারণ মোমবাতি তৈরি করার প্রধান উপাদান হল ‘প্যারাফিন’; যা প্রাথমিকভাবে পেট্রোলিয়াম পরিশোধনের পরে উপজাত হিসেবে তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ক্যান্ডেল অ্যাসোসিয়েশন’য়ের তথ্যানুসারে- মোমবাতি তৈরির ক্ষেত্রে বেশিরভাগ সময় ‘প্যারাফিন’ ব্যবহার করা হয় সারা বিশ্বে। ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’য়ের সহকারী অধ্যাপক পালমোনোলজিস্ট ডা. সোবিয়া ফারুক এই বিষয়ে বলেন, ‘‘প্যারফিন’ আসলেই দেহে ক্ষতিকর প্রভাব রাখে, নাকি রাখে না- এই বিষয়ে জোরালো কোনো তথ্য নেই। তবে বিভিন্ন দিক বিবেচনা করে ঝুঁকিটা থেকেই যায়।’’ আর ক্ষতির বিষয়টা নির্ভর করে- কোনো পরিবেশে মোমবাতি জ্বালানো হচ্ছে, কতক্ষণ জ্বলছে, মোমবাতির মান কীরকম, যেখানে জ্বালানো হয়েছে সেখানকার বাতাস চলাচলের ব্যবস্থা কী- ইত্যাদি বিষয়ের ওপর।

বিজ্ঞান যা বলে
‘প্যালাফিন’য়ের তৈরি মোমবাতি জ্বালানোর পর ‘ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (ভিওসি)’ বা উদ্বায়ী জৈব যৌগ- যা এক ধরনের গ্যাস, বাতাসে নিঃসরিত হয়- প্রতিবেদনে ব্যাখ্যা করেন চীনের ‘কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি’ সংশ্লিষ্ট ‘ইয়ান হসপিটাল’য়ের গবেষক ডা. আরিফুল হক। ‘আমেরিকান লাং অ্যাসোসিয়েশন’য়ের তথ্যানুসারে এই যৌগ সাধারণত রং, পরিষ্কারক, প্রসাধনী, এয়ার ফ্রেশনার, গাড়ির ধোয়া, গ্যাসের চুলা জ্বলা-সহ নানান পন্থায় বাতাসে মিশ্রিত হয়। কোনো কোনো ‘ভিওসি’ নিজেই ক্ষতিকর। কোনোটা আবার বাতাসে অন্যান্য গাসের সাথে মিশে বিক্রিয়া করে ক্ষতি করে। মোববাতি থেকে প্রায় সময় যে ‘ভিওসি’ নির্গত হয়, সেটা হল ‘টলইউন’। এই স্বচ্ছ বর্ণহীন উদ্বায়ী তরলের রয়েছে স্বতন্ত্র গন্ধ। আর প্রাকৃতিকভাবে অপরিশোধি তেলে থাকে। ‘ইউএস এনভায়োরমেন্টাল প্রোটেকশন এজেন্সি’, ‘ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এবং ‘অকুপেশনাল সেফটি অ্যান্ড হেল্থ অ্যাডামিনিস্ট্রেইশন’সহ বিভিন্ন প্রতিষ্ঠান ‘টলইউন’কে বিষাক্ত হিসেবে চিহ্নিত করেছে। কারণ এটা স্নায়ুতন্ত্র কেন্দ্রিক বিষাক্ততা তৈরি করে- মাথা ঝিমঝিম, মাথাব্যথাসহ দীর্ঘমেয়াদি নানান রোগের সৃষ্টি করতে পারে। ‘বেনজিন’ নামক আরেকটি ‘ভিওসি’ নিঃসরিত হয় প্যারাফিন-যুক্ত মোমবাতি থেকে, যা ক্যান্সারজনক পদার্থ। হক বলেন, ‘দীর্ঘসময় এই রাসায়নিকের সংস্পর্শে থাকলে রক্তে সমস্যা হতে পারে। যেমন- লিউকেমিয়া। নিঃশ্বাসের সাথে দেহে গেল ফুসফুস অস্বস্তি তৈরি করে।’ এছাড়া ‘পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ নিঃসরণ করে প্যারাফিন মোমবাতি। এটা ক্যান্সারজনক পদার্থ। বর্তমানে সয়া মোম, মৌমাছির মোম এবং নারিকেল তেল বা প্রাণিজ চর্বি থেকে উৎপন্ন ‘স্টিয়ারিন’ থেকে মোমবাতি তৈরি করা হয়। ধরা হয়ে থাকে এগুলো স্বাস্থ্যকর। তবে ইভানসস বলেন, ‘‘যে কোনো কিছু পুড়লে ক্ষতিকর অনু বা রাসায়নিক পদার্থ নির্গত হয়। তাই যে মোমবাতি-ই জ্বলুক ‘ভিওসি’ নির্গত হচ্ছে। শুধু প্যারাফিন মোম অন্যগুলোর চাইতে বেশি ক্ষতিকর।’’ আর এই ক্ষতির পরিমাণ বাড়তে পারে যদি মোমবাতি হয় রঙিন বা সুগন্ধিযুক্ত। কারণ কৃত্রিম গন্ধও ‘ভিওসি’ নির্গত করে। এরমধ্যে আছে ‘ফ্যালেইটস’, যা শেখা ও আচরণগত সমস্যা, স্থূলতা, প্রজনন তন্ত্রের অসুবিধা-সহ নানান সমস্যা তৈরি করে- জানান ইভানস। ২০১৫ সালে একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দেখা গেছে গন্ধযুক্ত মোমবাতির চেয়ে গন্ধহীন মোমবাতি কম দুষণ করে।

About The Author

শেয়ার করুন