বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৮, ২০২৪ by

সুখবর দিলেন রুনা খান

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনয়, সবখানেই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ছোট পর্দার পাশাপাশি কাজ করছেন বড় পর্দায়। এবার নতুন সিনেমায় নাম লেখালেন রুনা। ‘লীলা মন্থন’ নামের একটি চলচ্চিত্রে পর্দা মাতাবেন অভিনেত্রী। এটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। সিনেমাটি নিয়ে রুনা বলেন, “আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। আসলে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে বেশি পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। সিনেমায় আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।” মূলত শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে ‘লীলা মন্থন’। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ বলেন, ‘কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা ভুক্তভোগী, এই চক্রের সঙ্গে জড়িত কারা! এই বিষয়গুলোই সিনেমায় তুলে ধরা হবে।’ তিনি আরো বলেন, “আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’র শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির দেওয়ার ইচ্ছা রয়েছে।’ প্রসঙ্গত, ‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠুসহ অনেকেই। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বক’ ও ‘দাফন’ নামের দুটি সিনেমা।

About The Author

শেয়ার করুন