চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় ২২টি গরুসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটককৃত ব্যক্তি জেলার সদর উপজেলার অনুপগর গ্রামের ঘরু ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি টহলদল পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে একজন গরু চোরাকারবারিসহ ২২টি ভারতীয় অবৈধ গরু আটক করতে সক্ষম হয়।
গরুগুলো সরকারি নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করা হয়েছে।