চাঁপাইনবাবগঞ্জের ডিএমসি সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৫৯ বিজিবি’র অভিযানে ২০৩ বোতল ফেনসিডিল আটক হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার ৫৩ বিজিবি’র অধীনস্থ ডিএমসি বিওপির একটি টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৪১/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়।
অপর দিকে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১টায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কামরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে টহল দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১৮৫/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে পিরোজপুর থেকে মালিকবিহীন ১০৩ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় আজমতপুর বিওপির হাবিলদার মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে টহল দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১৮২ মেইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে বাগিচাপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।