মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৪, ২০২৪ by

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গোমস্তাপুর ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজির ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে।
পরে বিজিবি তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করলে বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ পুলিশ।
আটকের বিষয়টি ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান রাতেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
অধিনায়ক আরো জানান, মঙ্গলবার রাতে বাঙ্গাবাড়ী বিওপির সদস্যরা প্রতিদিনের মতো ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় সীমান্তের ২০৪/এমপি পিলার হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় সন্দেহজনক এক ব্যক্তির চলাফেরা লক্ষ করেন তারা। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার নাম নাজির উদ্দীন কার্তিক। পরবর্তীতে তার কাছ থেকে পাসপোর্ট অথবা বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। ওই সময় বিজিবি তাকে আটক করে। তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশী ২৫০ টাকা পাওয়া যায়।
লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আরো বলেন, জিজ্ঞাসাবাদে নাজির জানান, ১০/১২ দিন আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে, আটক ভারতীয় নাগরিক নাজির উদ্দীন কার্তিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

About The Author

শেয়ার করুন