জনপ্রতি ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা পেল সম্প্রতি সিলেটের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকের পরিবার।
গত বৃহস্পতিবার বিকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’র তহবিল থেকে নিহত শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক এ সহায়তার চেক বিতরন করা হয়।
সিলেট জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।
এসময় তিনি বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব সরকার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অসহায় শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধু বলতেন আমার শ্রমিকদের শরীরে ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দেওয়া হউক। তিনি বলেন, আমার সচিবালয় থেকে প্রতি তিন মাস পর পর অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে থাকি।
এসময় সচিব বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি শ্রমিক রয়েছে। শ্রমিকদের দেখভাল করার জন্য আমাদের মন্ত্রণালয়ের দুটি অফিস রয়েছে তার মধ্যে একটি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন ও অন্যটি শ্রম অধিদপ্তর।
এসময় তিনি সিলেটের শ্রমিকরা অসুস্থ ও দুর্ঘটনায় আহত হলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে আবেদন করার জন্য সকলে প্রতি আহ্বান জানান। এসময় সিলেটের নাজিরবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকদের পরিবারের মধ্যে ২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাহবুবুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেনÑ সিলেট কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সিলেট শ্রম অধিদপ্তরের উপপরিচালক খুর্শেদ আলম, সহকারী পরিচালক আবুল বাশারসহ শ্রম ও কর্মন্থান অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ জুন ভোরে সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছলে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ৪ জন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। নিহত সবাই ছিলেন নির্মাণ শ্রমিক। দুর্ঘটনার সাথে সাথে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়া সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র পদপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি প্রধানমন্ত্রীর পক্ষে সেসময় ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় বিশেষ করে সিলেট বিভাগের সর্বত্র শোকের ছায়া নেমে এসে।