সিরাজগঞ্জে লরিচাপায় নিহত ২

5

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় লরিচাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে মো. আবদুল আজিজ (৫৮) ও মশিপুর গ্রামের বাবু লাল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫)। মঙ্গলবার সকালে উপজেলার সরিষাকোল এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানিয়েছেন।
গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে সরিষাকোল বাজার থেকে একটি মিনি ট্রাকে করে ওই ব্যবসায়ীরা পাবনার বেড়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আজিজ মারা যান। আহত দুলালকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও তিনি মারা যান।
ওসি আক্তারুজ্জামান বলেন, পুলিশ লরিটি জব্দ করলেও ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।