সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ট্রাকচাপায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলাউদ্দিন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সদর থানার এএসআই আশুতোষ চন্দ্র জানান, সকালে বাইসাইকেলে করে সবজি নিয়ে শহরে দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। এ সময় সিরাজগঞ্জ এমএ মতিন বাস টার্মিনালের পশ্চিম পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে বেলকুচি উপজেলার চালা পেট্রোল পাম্পের কাছে ট্রাকচাপায় আবু বকর (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু বকর চালা গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সকালে ওই পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন আবু বকর। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পলাতক রয়েছেন।