বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৮, ২০২৪ by

সিডনি স্টেডিয়ামের যাদুঘরে গ্লাভস-জার্সি দান করলেন রিজওয়ান

দারুণ এক উদারতার দৃষ্টান্ত স্থাপন করলেন সাদা বলে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে নিজের গ্লাভস এবং জার্সি দান করে দিয়েছেন তিনি। রিজওয়ানের এমন মহৎ কাজে ক্রিকেটবিশ্বে বইছে প্রশংসার জোয়ার। মানুষ হিসেবে প্রশংসা কুড়াচ্ছেন রিজওয়ান। ক্রিকেটের মাঠে ২২ গজে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়েই খেলেন ক্রিকেটাররা। তবে এর বাইরে দিনশেষে সবাই মানুষ। ফলে মানবতা, মহানুভবতা কিংবা উদারতার বহু দৃষ্টান্তও হারহামেশাই স্থাপন করে থাকেন ক্রিকেটাররা। সেই সাথে তাদের কাজ অনুপ্রাণিত করতে পারে বিশ্বে ছড়িয়েছিটিয়ে থাকা তাদের লাখো সমর্থককে। সাদা বলের সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে পাকিস্তান দল। এই সিরিজ দিয়েই পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন মোহাম্মদ রিজওয়ান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর নিজের গ্লাভস এবং জার্সি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের জাদুঘরের জন্য দান করে দিয়েছেন তিনি। রিজওয়ানের এমন মহৎ কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ম্যানেজমেন্ট। এক বার্তায় তারা লিখেছে, ‘ধন্যবাদ মোহাম্মদ রিজওয়ান। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজের এক জোড়া গ্লাভস এবং একটি জার্সি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের জাদুঘরকে দান করেছেন।’ মাঠের ক্রিকেটে যেমনই হোক, মানুষ হিসেবে রিজওয়ানের প্রশংসা না করে থাকা যায় না। মাঠের বাইরে এমন নানা দৃষ্টান্ত স্থাপন করে বহু আগেই সমর্থকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন রিজওয়ান। সে জায়গা যেন এবার আরও একটু পোক্ত হল। এমনিতে অস্ট্রেলিয়া সফরকে আলাদা করে মনে রাখার কথা রিজওয়ানের। পূর্ণ মেয়াদে পাকিস্তানের অধিনায়ক হিসেবে এটিই প্রথম সিরিজ তার। এসেই টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে হারার পর বাকি দুই ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে সিরিজ।

About The Author

শেয়ার করুন