আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আপনারা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে পারেন তাহলে সিঙ্গাপুর যেতে হবে না, এই দেশ সিঙ্গাপুরে হবে ইনশাআল্লাহ।
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে আগামী ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দু রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন, যা আপনারা নিজেরাই প্রমানিত। আগামীতেও আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন। এদেশের আরো অনেক কাজ রয়েছে, সেগুলো আমাদের করতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় সম্মানিত অতিথির বক্তব্য দেনÑ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন।
বিশেষ অতিরি বক্তব্য দেন- দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।