রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৩, ২০২৪ by

সিঙ্গাপুরকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশের মেয়েরা

২০১৯ সালে প্রথম এএইচএফ জুনিয়র আসরে অংশ নিয়ে একটির বেশি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে জুনিয়র হকিতে দ্বিতীয়বার অংশ নিয়েই অভাবিত উন্নতি করেছে মেয়েরা। স্বাগতিকদের হারিয়েই রানার্সআপ হয়েছে তারা। রোববার সিঙ্গাপুরকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। ম্যাচ শুরুর ৭ মিনিটে বাংলাদেশ দুটি গোল আদায় করে নেয়। সানজিদা মনি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরক্ষণে কণার আক্রমণ থেকেই আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। ২১ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। আইরিন রিয়া গোলটি করেন। নাদিরা ইমা ২৫ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন। ৩৯ মিনিটে সোনিয়া আক্তারের স্টিক থেকে এসেছে ষষ্ঠ গোল। শেষের তিনটি গোলও এসেছে আক্রমণ থেকে। ৬ গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৫ মিনিটে একটি গোলও শোধও দেয়। পেনাল্টি স্ট্রোক থেকে সাইফুল লানা লক্ষ্যভেদ করেন। তবে একবার ঝলক দেখালেও স্বাগতিকরা আর পারেনি। বরং বাংলাদেশ ৫৫ মিনিটে সপ্তম গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৫৫ মিনিটে অর্পিতা পাল পেনাল্টি কর্নার থেকে ঠিকানা খুঁজে নেন। বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩-০ গোলে হেরেছিল। এ ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে। এবার রানার্সআপ হয়ে জুনিয়র হকির চূড়ান্ত পর্বে খেলবে তারা।

About The Author

শেয়ার করুন