সাড়ে তিন লাখ টাকা অনুদান পেলেন তিন সাংবাদিক

44

চাঁপাইনবাবগঞ্জের তিনি সাংবাদিক সাড়ে তিন লাখ টাকা অনুদান পেয়েছেন। তাদের মধ্যে প্রবীণ সাংবাদিক জোবদুল হক ২ লাখ টাকা, আমিনুল ইসলাম ১ লাখ টাকা ও মো. আসাদুল্লাহ ৫০ হাজার টাকা পেয়েছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তাদের এই অনুদান দেয়া দেয়া।
রবিবার দুুপুরে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমিনুল ইসলাম ও আসাদুল্লাহকে এবং জোবদুল হককে বঙ্গবন্ধু মঞ্চের সামনে চেক তুলে দেন।
এসময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক অলিউজ্জামান রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।