সাভারে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

9

ঢাকার সাভারে বলিয়ারপুর এলাকায় ময়লাবাহী গাড়ির ধাক্কায় অনলাইন অ্যাপভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’র চালক নিহত হয়েছে। নিহত আবদুর রহমান খান (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান খান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামের উজির খানের ছেলে এবং পাঠাও চালক ছিলেন। ভাকুর্তা ফাঁড়ির এএসআই আবু তৈয়ব জানান, রাতে রাজধানী ঢাকা থেকে আবদুর রহমান নামে পেশায় এক পাঠাও চালক তার মোটরসাইকেল যোগে একাই সাভারের দিকে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো পথে আসা ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।