চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত আসন (৭, ৮ ও ৯) এর সাবেক কাউন্সিলর ও জেলা মহিলা দলের সভানেত্রী সিদ্দিকা সিরাজুম মনিরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৭ বছর।
সাবেক কাউন্সিলর মইদুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল ইসলাম জানান, কয়েক দিন আগে স্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সিদ্দিকা সিরাজুম মনিরাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। এদিন বাদ মাগরিব রাজারামপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাজারামপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজারামপুর হাসিনা স্কুল এলাকার বাসিন্দা মো. ফরহাদ হোসেনের স্ত্রী সিদ্দিকা সিরাজুম মনিরা ২০১১-২০২১ সাল পর্যন্ত পরপর ২ বার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত আসন (৭,৮ ও ৯) এর কাউন্সিলর ছিলেন।