সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নানের মৃত্যু

18

সোনালী ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট শাখার সাবেক ব্যবস্থাপক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিনের সেজো ভাই মো. আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নিমতলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হবে।
আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।