Last Updated on এপ্রিল ২৯, ২০২৫ by
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোলায়মান বিশু, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ সনি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য অ্যাডভোকেট জহির জামান জনি, অ্যাডভোকেট এম. আব্দুস সালামসহ অন্য আইনজীবীগণ।