শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২, ২০২৪ by

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের ও সাবেক ক্রীড়া সচিব মেজবাহ গ্রেপ্তার

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উপদেষ্টাসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবি। অন্য দুজন হলেন- এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।
ক্ষুদে বার্তায় আরো বলা হয়, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের বুধবার আদালতে পাঠানো হবে।
এর আগে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
এছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়।

About The Author

শেয়ার করুন